ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

পাঁচ বছর কর অব্যাহতি পাচ্ছে স্টক এক্সচেঞ্জসমূহ

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুন ৫, ২০১৪
পাঁচ বছর কর অব্যাহতি পাচ্ছে স্টক এক্সচেঞ্জসমূহ

ঢাকা: পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে এবং বাজার সম্প্রসারণ ও উত্তরোত্তর শক্তিশালীকরণের লক্ষ্যে ডিমিউচ্যুয়ালাইজড স্টক এক্সচেঞ্জসমূহকে ক্রমহ্রাসমান হারে ৫ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
 
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব দেন।


 
বাজেট বক্তৃতায় তিনি বলেন, এছাড়া করমুক্ত লভ্যাংশ আয়সীমা দশ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।
 
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।