ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

প্রাণঘাতী রোগের ওষুধ শুল্কমুক্ত

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুন ৫, ২০১৪
প্রাণঘাতী রোগের ওষুধ শুল্কমুক্ত

ঢাকা: প্রাণঘাতী রোগ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার্য ওষুধ তৈরির ১৪টি কাঁচামালের বিদ্যমান শুল্কহার পুরোপুরি মওকুফ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বিকশিত ওষুধ শিল্পখাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরও কর কমানোর প্রস্তাব করা হয়েছে।



বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, থ্যালাসিমিয়া রোগীদের জন্য অত্যাবশ্যক ইনফিউশন পাম্পের আমদানিশুল্ক পুরোপুরি মওকুফ করার প্রস্তাব করছি।

অর্থমন্ত্রী বলেন, ব্যাপকভাবে বিকশিত ওষুধ শিল্পখাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর কমানো হবে। ওষুধ তৈরির গুরুত্বপূর্ণ ৪০টি কাঁচামালের ওপর বিদ্যমান ১০-২৫ শতাংশ শুল্ককে হ্রাস করে ৫ শতাংশ রেয়াতি হারে ধার্য করার প্রস্তাব করছি।

একইভাবে আয়ুর্বেদিক ওষুধ শিল্পে ব্যবহার্য ৪১টি গুরুত্বপূর্ণ কাঁচামালের কর কমানোর প্রস্তাব করা হয়েছে। এসব কাঁচামালেও ১০-২৫ শতাংশ হারে বিদ্যমান শুল্ক ৫ শতাংশ হারে ধার্য করার প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।