ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

সংসদের গ্যালারিতে ভিআইপিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুন ৫, ২০১৪
সংসদের গ্যালারিতে ভিআইপিরা ছবি: ফাইল ফটো

সংসদ অধিবেশন থেকে: সংসদ অধিবেশন শুরুর আগ থেকেই ভিআইপিরা গ্যালারিতে বসেন। দশম জাতীয় সংসদের প্রথম (২০১৪-১৫ অর্থ বছরের) বাজেট পেশের দিন আমন্ত্রিত এসব অথিতিরা একর পর এক সংসদে আসেন।


 
বৃহস্পতিবার বিকেলে বাজেট পেশ শুরুর পর্যন্ত ছিলেন এসব ভিআইপিরা।
 
যেসব ভিআইপিরা গ্যালারিতে ছিলেন তাদের মধ্যে রয়েছেন ‌প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, এইচটি ইমাম।
 
আরও দেখা গেছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, সেনাবাহিনীর প্রধান ইকবাল করিম ভূইঞা, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী, নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল মোহাম্মদ ফরিদ হাবিব।
 
এছাড়া বিভিন্ন দেশের কূটনৈতিকরাও অধিবেশন কক্ষের নির্ধারিত চেয়ারে বসে বাজেট বক্তৃতা প্রতক্ষ্য করেন। তাদের মধ্যে অর্থমন্ত্রীর ইংরেজিতে প্রিন্ট করা বাজেট বক্তব্য সরবরাহ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।