ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে সম্পূরক ও ২০১৫-১৬ সালের অর্থবছরের বাজেট বক্তৃতা করছেন।
বৃহস্পতিবার (০৪ জুন) বিকেল সাড়ে তিনটায় জাতীয় সংসদে তিনি বাজেট বক্তৃতা শুরু করেন।
এবার বাজেটে প্রস্তাবিত বরাদ্দ ধরা হয়েছে, ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা।
বৈদেশিক সহায়তা প্রাপ্তি (অনুদান):
এবারের বাজেটে বৈদেশিক প্রাপ্তি (অনুদান ও ঋণ) হিসাবে বাজেটে ধরা হয়েছে, ৩৮ হাজার ৩৯ কোটি কোটি টাকা।
এর মধ্যে বৈদেশিক সহায়তা (অনুদান) হিসাবে ধরা হয়েছে, ৫ হাজার ৮ কোটি টাকা। এর মধ্যে খাদ্য সাহায্য হিসাবে ধরা হয়েছে ২০০ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসাবে ৫ হাজার ৬শ কোটি টাকা ধরা হয়েছে।
বৈদেশিক সহায়তা প্রাপ্তি (ঋণ):
২০১৫-১৬ অর্থবছরের বৈদেশিক ঋণপ্রাপ্তি হিসাবে ধরা হয়েছে ৩২,২৩৯ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য হিসাবে ধরা হয়েছে, ২৮,৯০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বহির্ভূত প্রকল্প ঋণ হিসাবে ধরা হয়েছে, ৩,৩৩৯ কোটি টাকা। বিশেষ উন্নয়ন সহায়তা/ঋণ হিসাবে এ অর্থবছরের কোনো বাজেট বরাদ্দ ধরা হয়নি।
বৈদেশিক সহায়তার ব্যবহার:
২০১৫-১৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মধ্যে প্রকল্প ও অন্যান্য হিসাবে মোট ৩৮,০৩৯ কোটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে প্রকল্প সাহায্য হিসাবে উপমোট ধরা হয়েছে, ৩৪,৫০০ কোটি টাকা। তবে বিশেষ উন্নয়ন সহায়তা/ঋণ হিসাবে এবার কোনো প্রস্তাবনা রাখা হয়নি।
অন্যান্য:
বৈদেশিক সহায়তা প্রাপ্তির মধ্যে অন্যান্য খাতের খাদ্য সাহায্য হিসাবে ধরা হয়েছে, ২০০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বহির্ভূত প্রকল্প ঋণ হিসাবে ধরা হয়েছে, ৩,৩৩৯ কোটি টাকা। উপমোট ৩,৫৩৯ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এবি