ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

‘পদ্মাসেতু প্রবৃদ্ধি বাড়াবে, ২০১৮তেই যান চলাচল’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুন ৪, ২০১৫
‘পদ্মাসেতু প্রবৃদ্ধি বাড়াবে, ২০১৮তেই যান চলাচল’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পদ্মাসেতু হতে যাচ্ছে জাতীয় প্রবৃদ্ধির অন্যতম উৎস। এই ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

২০১৮ সালের মধ্যে পদ্মাসেতু বাস্তবায়ন নিশ্চিত করারও ঘোষণা দিয়েছেন তিনি। জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট প্রস্তাবের সময় এ কথা বলেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতার ১০৮ নং অধ্যায়ের এই অংশ যখন পড়ছিলেন জাতীয় সংসদে তখন মুহুর্মূহু করতালি পড়ছিলো। সাংসদদের উদ্যেশ্যে অর্থমন্ত্রী বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যথা সময়ে পদ্মাসেতু নির্মাণে শেষ হবে। আর পদ্মাসেতুর কারণেই বাড়বে দেশের জিডিপি।

তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ অনেকদুর এগিয়ে এনেছি। প্রমত্ত পদ্মার দুই তীরে বাঁধ নির্মাণের কর্মযজ্ঞে ওই অঞ্চলের মানুষের জীবনে শুরু হয়েছে নতুন কর্ম চাঞ্চল্য। আশা করছি ২০১৮ সাল নাগাদ যান চলাচলের জন্য এই সেতু উন্মুক্ত করে দিতে পারবো।

বাংলাদেশ সময় ১৭০৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।