ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

সম্ভাবনার খাত: তাঁত শিল্পের আমদানি পণ্যে ভ্যাট মওকুফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুন ৪, ২০১৫
সম্ভাবনার খাত: তাঁত শিল্পের আমদানি পণ্যে ভ্যাট মওকুফ

ঢাকা: সম্ভাবনাময় শিল্প হিসেবে বিবেচনায় রেখে তাঁত শিল্পের উন্নয়নে আমদানি পণ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ করার প্রস্তাব করা হয়েছে। সঙ্গে ৫ শতাংশের অতিরিক্ত শুল্কও মওকুফ করার প্রস্তাব সংসদে তুলেছেন অর্থমন্ত্রী।



বৃহস্পতিবার (০৪ জুন) জাতীয় সংসদে পেশ করা বাজেট প্রস্তাবনায় এ সুযোগের কথা বলা হয়। সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতাধীন তাঁতশিল্প একটি ঐতিহ্যবাহী খাত। অনেক সংগ্রাম করে এ শিল্প টিকে আছে। তাঁত শিল্পের উপ-খাতের সম্ভাবনা ও সীমাবদ্ধতা বিবেচনা করে এ খাতের উন্নয়নের লক্ষ্যে কতিপয় শর্তে তাঁতি সমিতিকে তাদের ব্যবহার্য উপকরণে ৫ শতাংশের অতিরিক্ত শুল্ক ও সমুদয় মূল্য সংযোজন কর মওকুফ করে আমদানির সুযোগ প্রস্তাব করছি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসএমএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।