ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

সাত বিভাগে গড়ে উঠবে ‘পল্লী জনপদ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুন ৪, ২০১৫
সাত বিভাগে গড়ে উঠবে ‘পল্লী জনপদ’

ঢাকা: সরকার ৭টি বিভাগের সাত এলাকায় স্বল্প ব্যয়ে আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত ‘পল্লী জনপদ’ নির্মাণের কাজ হাতে নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল মুহিত।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে জাতীয় সংসদে নতুন অর্থবছরের (২০১৫-১৬) জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত এ কথা জানান।



প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সরকার ৭টি বিভাগের সাত এলাকায় প্রতিটি ৩.৭৫ একর জমির ওপর স্বল্প ব্যয়ে আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত ‘পল্লী জনপদ’ নির্মাণের কাজ হাতে নিয়েছে।

প্রতিটি পল্লী জনপদে ৪তলা বিশিষ্ট দুটি আবাসিক ভবনে ৪ ক্যাটাগরিতে মোট ২৭২টি ফ্ল্যাটে সমসংখ্যক পরিবারের আবাসনের ব্যবস্থা হবে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, পল্লী অঞ্চলে আবাসন উন্নয়নে এ প্রকল্পগুলো পথিকৃতের ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। নতুন শহর এলাকা গড়ে তোলার পরিবর্তে গ্রামেই নাগরিক সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। জনবহুল দেশে এই কৌশলের বিকল্প বাস্তবে আর কিছুই নেই।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।