ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

প্রতিরক্ষাখাতে ৩ হাজার ৭৪৬ কোটি বরাদ্দ বৃদ্ধি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুন ২, ২০১৬
প্রতিরক্ষাখাতে ৩ হাজার ৭৪৬ কোটি বরাদ্দ বৃদ্ধি

ঢাকা: প্রতিরক্ষাখাতে এ বছর মোট প্রস্তাবিত বরাদ্দ ২২ হাজার ১৪৪ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরে এ বরাদ্দ প্রস্তাব ছিল ১৮ হাজার ৩৯৮ কোটি টাকা।

গত অর্থ বছরের চেয়ে এবার প্রস্তাবিত বরাদ্দ বেশি ৩ হাজার ৭৪৬ কোটি টাকা।

তবে গত অর্থবছরের বরাদ্দ সংশোধিত হয়ে দাঁড়ায় ২০ হাজার ৯০৭ কোটি। সেই হিসেবে গত অর্থবছরের বরাদ্দের চেয়ে এবার প্রস্তাব বেশি করা হয়েছে ১ হাজার ২৩৭ কোটি টাকা।

বৃহস্পতিবার (০২ মে) বিকেল সাড়ে ৩টার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতা শুরু করেন। এ নিয়ে দশম এবং টানা অষ্টমবারের মতো জাতীয় সংসদে বাজেট উত্থাপন করছেন তিনি।

প্রতিরক্ষাখাতে প্রতিবছরই বরাদ্দ বাড়ছে। ২০১২-১৩ অর্থবছরে বরাদ্দ ছিল ১২ হাজার ৯৮৫ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৫৬৪ কোটি টাক‍া।

আর গত ২০১৫-১৬ অর্থবছরে ২০ হাজার ৯০৭ কোটি টাকা বরাদ্দের পর এবার প্রস্তাব বাড়িয়ে করা হলো ২২ হাজার ১৪৪ কোটি টাকা। যা আগের সবকটি বাজেটের চেয়েই বেশি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ০২, ২০১৬/আপডেট ১৭৪০
এসএমএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।