ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

বাজেট

৬২তম কমনওয়েলথ সম্মেলন ঢাকায়, বরাদ্দ ৫০ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুন ২, ২০১৬
৬২তম কমনওয়েলথ সম্মেলন ঢাকায়, বরাদ্দ ৫০ কোটি টাকা

ঢাকা: আগামী সেপ্টেম্বর মাসে ৬২তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীতে ঢাকায় অনুষ্ঠিতব্য অন্য সম্মেলনের জন্য মোট ৫০ কোটি টাকা বরাদ্দে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার (২ জুন) জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় তিনি এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, এ বছর সেপ্টেম্বরে ৬২তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। এছাড়া ২০১৭ সালের মার্চে অনুষ্ঠিত হবে ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন। এ দুটি সম্মেলন আয়োজনের জন্য প্রতীকী বরাদ্দ রাখা হয়েছে ৫০ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুন ০২, ২০১৬
ইইউডি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।