ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

সাইবার অপরাধ ঠেকাতে মনিটরিং ও রেগুলেটরি ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুন ২, ২০১৬
সাইবার অপরাধ ঠেকাতে মনিটরিং ও রেগুলেটরি ব্যবস্থা

ঢাকা: সাইবারস্পেস ও ইন্টারনেট ভিত্তিক সাইবার ক্রাইম পর্যবেক্ষণ ও প্রতিরোধসহ সকল প্রকার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টারনেট সেফটি সল্যুশন নামক একটি মনিটরিং ও রেগুলেটরি ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (২ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় সাইবার অপরাধ দমনেও তার পরিকল্পনার কথা জানান।

“যেভাবে আমরা সাইবার ক্রাইমের শিকার হয়েছি, তাতে এ বিষয়ে আমাদের সুদৃঢ় ব্যবস্থা গ্রহণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই”।

এছাড়া গ্রাহক সেবার মানোন্নয়ন এবং গ্রাহকের ফোন নম্বর সুরক্ষার লক্ষ্যে মোবাইল নম্বর পোর্টেবিলিটি লাইসেন্স প্রদানের পরিকল্পনা আমাদের সরকারের রয়েছে। এ বিষয়ক একটি গাইডলাইন সম্প্রতি অনুমেদিত হয়েছে, জানান অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।