ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

থাকছেই আইটি পণ্যে শুল্ক ও কর অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ২, ২০১৬
থাকছেই আইটি পণ্যে শুল্ক ও কর অব্যাহতি

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে তথ্যপ্রযুক্তি খাতের অধিকাংশ পণ্যে আমদানি শুল্ক ও কর অব্যাহতি দিয়ে আসছি। ফলে এ প্রযুক্তি ব্যাপক প্রসার লাভ করেছে।

এ সুবিধা চলতি অর্থবছরে বহাল রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (২ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ প্রস্তাব রাখেন।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে তথ্যপ্রযুক্তি অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ এবং ইন্টারনেট সেবার গুণগত মান বাড়ানোর ক্ষেত্রে আমরা অনেকখানি অগ্রসর হয়েছি।

এপ্রিলের শেষ নাগাদ দেশে মোবাইল ও ইন্টারনেট গ্রাহকের সংখ্যা যথাক্রমে প্রায় ১৩ কোটি ২০ লাখ ও ৬ কোটি ২০ লাখে উন্নীত হয়েছে। আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইযথ ১৮০ জিবিএস-এ উন্নীত হয়েছে।

অন্যদিকে সারা দেশে ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। জাতীয় তথ্য বাতায়নে ২৫ হাজারের বেশি ওয়েবসাইট সন্নিবেশিত হয়েছে।

সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধমূলক কর্মকাণ্ডে তথ্যপ্রযুক্তির ব্যবহার রোধে সিম/রিম রেজিস্ট্রেশন কাজ করছি।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।