ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

রাঙামাটিতে ৩৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
রাঙামাটিতে ৩৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে আট উপজেলায় দ্বিতীয় দফায় নবনির্বাচিত ৩৮ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।  

 

সোমবার (০১ আগস্ট) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন এ শপথ বাক্য পাঠ করান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু শাহেদ চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিনসহ বিভিন্ন উপজেলা নির্বাচিত চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দু’দফায় জেলার ৪৮টি ইউনিয়নের ৪৭ জন ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

এদিকে, গেজেট প্রকাশ না হওয়ায় উপজেলার ভূষণছড়া ইউপি নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন শপথ গ্রহণ করতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এএনজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।