ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বাজেট

গাজীপুরে বাহাদুরসাদী ইউপির বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মে ১৬, ২০১৭
গাজীপুরে বাহাদুরসাদী ইউপির বাজেট ঘোষণা

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আহম্মেদ উম্মুক্ত সভায় এক কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬শ’ টাকার বাজেট ঘোষণা করেন।  

বাজেটে উপজেলা পরিষদ সরকারি অনুদানসহ আয় ধরা হয়েছে ১৭ লাখ ৯৯ হাজার ৬শ’ টাকা।

কৃষি, কুটির শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পল্লী উন্নয়ন, মহিলা যুব ও শিশু উন্নয়নসহ নানা খাতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৭৯ লাখ নয় হাজার ৬শ’ টাকা।

বাজেট সভায় বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান, প্রকৌশলী ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইসমাইল হোসেন, কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক জাফর আলী চৌধুরী, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মনিরুল আলম, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরএস/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।