ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

বাজেটের সিংহভাগ অর্থই আসবে কর থেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুন ১, ২০১৭
বাজেটের সিংহভাগ অর্থই আসবে কর থেকে  বাজেটের সিংহভাগ অর্থই আসবে কর থেকে

ঢাকা: ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটের সিংহভাগ অর্থই আসবে কর থেকে বলে বাজেট উপস্থাপনে জানিয়েছেন অর্থমন্ত্রী  আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার ( ১ জুন) দুপুরে বাজেট উপস্থাপনে তিনি একথা বলেন।

বাজেট উপস্থাপনে মন্ত্রী বলেন, ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেটের মধ্যে ৬২ শতাংশ আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর থেকে।

টাকার হিসেবে এর পরিমাণ দুই লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা।

এছাড়া রাজস্ব বোর্ডের ওই করের মধ্যে আছে মূল্য সংযোজন কর ৩৬ দশমিক ৮ শতাংশ, আমদানি শুল্ক ১২ দশমিক ১ শতাংশ, আয়কর ৩৪ দশমিক ৩ শতাংশ , সম্পূরক শুল্ক ১৫ দশমিক ৫ শতাংশ এবং অন্য ১ দশমিক ৩ শতাংশ।

শুধু তাই নয়, জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে আসবে ২ দশমিক ১ শতাংশ। এসবের মধ্যে আছে মাদক শুল্ক, যানবাহন কর, ভূমি রাজস্ব ও স্ট্যাম্প বিক্রয় (নন-জুডিশিয়াল)। অভ্যন্তরীণ ঋণ থেকে আসবে ১৫ দশমিক ১ শতাংশ, বৈদেশিক ঋণ থেকে আসবে ১১ দশমিক ৬ শতাংশ, কর ব্যতীত প্রাপ্তি ৭ দশমিক ৮ শতাংশ এবং  বৈদেশিক অনুদান ১ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ১,২০১৭
এসজে/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।