ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

‘একটি বাড়ি একটি খামারে’ লাখ ভিক্ষুককে পুনর্বাসন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জুন ১, ২০১৭
‘একটি বাড়ি একটি খামারে’ লাখ ভিক্ষুককে পুনর্বাসন

ঢাকা: ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে স্বাবলম্বী হওয়ার গল্প রয়েছে অনেক পরিবারের। সেই প্রকল্পের আওতায় আরও এক লাখ ভিক্ষুককে পুনর্বাসন করার বরাদ্দ রাখা হয়েছে নতুন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে। 

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পে’র আওতায় দরিদ্র, ছিন্নমূল ও ভিক্ষুক পরিবার বাছাই করা হচ্ছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে এসব পরিবারকে প্র্রধানমন্ত্রীর ক্ষুদ্র সঞ্চয় মডেলের আওতায় স্থায়ী তহবিল গঠন করা। এর ধারাবাহিকতায় আগামী চার বছরে সারা দেশে এক লাখ ভিক্ষুককে পুনর্বাসন করা হবে। এতে ৩৬ লাখ অধিক দরিদ্র পরিবারকেও সম্পৃক্ত করা হবে। ৬০ হাজার ৫১৫টি গ্রামে গঠন করা হবে উন্নয়ন সমিতি।

এই কাজের আওতায় প্রাথমিক পর্যায়ে ২০টি জেলার ২৫টি উপজেলায় কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

উত্থাপিত এবারের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা। এই বাজেট আওয়ামী লীগ সরকারের ১৮তম এবং বাংলাদেশের ইতিহাসে ৪৬তম। এবারের বাজেটকে অর্থমন্ত্রী তার ‘বেস্ট বাজেট’ হিসেবে আখ্যায়িত করে আসছেন।
 
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুন ০১, ২০১৭
ইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।