ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

বাজেট নয়, দুর্যোগের প্রভাবে চালের দাম বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুন ২, ২০১৭
বাজেট নয়, দুর্যোগের প্রভাবে চালের দাম বেড়েছে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ছবি: শাকিল

ঢাকা: দেশের বাজারে চালের দাম বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাজেটের কারণে নয়, হাওরসহ বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম বেড়েছে।

শুক্রবার (২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে নতুন ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

তার বক্তব্যের পর চালের দাম বৃদ্ধির বিষয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও বলেন, দুর্যোগের কারণে ধান চাষ ক্ষতিগ্রস্ত হওয়ায় চালের বাজারে প্রভাব পড়েছে। চাল আমদানির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হবে। বাজারে চালের অভাব হবে না।

অর্থমন্ত্রী গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে বলেন, গ্যাসের দাম কিছুই বাড়ানো হয়নি বাজেটে। আমি শুধু সতর্ক করেছি, আমদানি করা গ্যাসের ওপর নির্ভরশীলতা বাড়লে গ্যাসের দাম বাড়বে

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ০২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।