ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বাজেট

বিদ্যুতে শূন্য, ভর্তুকি বেশি জনপ্রশাসনে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ৭, ২০১৮
বিদ্যুতে শূন্য, ভর্তুকি বেশি জনপ্রশাসনে -

ঢাকা: ২০১৮-১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ভর্তুকি ও প্রণোদনা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৭ দশমিক ১ শতাংশ। যা টাকার পরিমাণে ৩২ হাজার ২০৫ কোটি টাকা।

বিদায়ী অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিলো ২২ হাজার ৯৪০ কোটি টাকা। যা সংশোধনীতে এসে দাঁড়ায় ১৭ হাজার ৩২৮ কোটি টাকা।


 
এবার ভর্তুকি ও প্রণোদনা বাবদ সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসনে। এ খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১৯ হাজার ৬০১ কোটি টাকা। এরপরই রয়েছে কৃষির অবস্থান। কৃষিতে বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার কোটি টাকা। সামাজিক নিরাপত্তা ও কল্যাণে বরাদ্দ রাখা হয়েছে ৩ হাজার ৩৫৯ কোটি টাকা।
 
জনশৃঙ্খলা ও নিরাপত্তায় ভর্তুকি ও প্রণোদনা রাখা হয়েছে ৮২১ কোটি টাকা। প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪২৪ কোটি টাকা। দীর্ঘদিন ধরে আলোচিত বিদ্যুৎ খাতে এবারও কোনো ভর্তুকি রাখা হয়নি।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জুন ৭, ২০১৮
এসআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।