ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

বাজেট

নীলফামারী পৌরসভার ৯০ কোটি টাকার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
নীলফামারী পৌরসভার ৯০ কোটি টাকার বাজেট ঘোষণা

নীলফামারী: নীলফামারী পৌরসভার ২০১৯-২০ অর্থবছরে ৯০ কোটি ৬৪ লাখ ৯ হাজার ৮৪৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৬ জুন) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে উন্মুক্ত এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।

বাজেটে উন্নয়ন আয় ও ব্যয় দেখানো হয়েছে ৮৫ কোটি ২৮ লাখ ২ হাজার ৬’শ টাকা।

এতে রাজস্ব আয় ৬ কোটি ৫ লাখ ৫৯ হাজার ৮৪৮ টাকা এবং উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ৬ কোটি ৫ লাখ ৫৪ হাজার ৮’শ টাকা আর উদ্বৃত্ত থাকছে ৫ হাজার ৮৪ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানটি সরাসরি ক্যাবল টিভি অপারেটরের মাধ্যমে সরাসরি দেখানো হয় এবং উপস্থিত দর্শক ছাড়াও মোবাইল ফোনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র।

অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ সভাপতি ফরহানুল হক, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।