ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

বাজেট

সুদ পরিশোধে ৮০ হাজার ৩৭৫ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জুন ৯, ২০২২
সুদ পরিশোধে ৮০ হাজার ৩৭৫ কোটি টাকা প্রতীকী ছবি।

ঢাকা: ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে সরকার সুদ পরিশোধ করবে ৮০ হাজার ৩৭৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (০৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা জানানো হয়।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।

প্রস্তাবিত বাজেট বক্তৃতার ১৮৩ নম্বর পৃষ্ঠায় খাতভিত্তিক বরাদ্দের তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেটে (ক) সামাজিক অবকাঠামো খাতে ১ লাখ ৮৩ হাজার ৪২৫ কোটি টাকা (খ) ভৌত অবকাঠামো ২ লাখ ৮৬০ কোটি টাকা (গ) সাধারণ সেবা খাতে ১ লাখ ৫৩ হাজার ২০৮ কোটি টাকা (ঘ) সুদ পরিশোধে ৮০ হাজার ৩৭৫ কোটি টাকা (ঙ) পিপিপি ভর্তুকী ও দায় হিসেবে ৫৩ হাজার ১৫৫ কোটি টাকা এবং (চ) নিট ঋণ দান ও অন্যান্য খাতে ৭ হাজার ৪১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এমইউএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।