ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বাজেট

কিসের বাজেট, চাইল-ডাইল-তেলের দাম কমবে কিনা বুলেন?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, জুন ৯, ২০২২
কিসের বাজেট, চাইল-ডাইল-তেলের দাম কমবে কিনা বুলেন? শাহীন ও মাসুম। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার দুই বন্ধু শাহীন ও মাসুম। একসঙ্গে মৌসুমি ফল তালের শাঁসের ব্যবসা করছেন।

বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে তাদের জিজ্ঞেস করা হয়েছিল- বাজেট কী বোঝেন? উত্তরে তারাও পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন।  

সঙ্গে সঙ্গেই বললেন, ‘কিসের বাজেট? বাজেট বুঝি না। চাইল-ডাইল আর সয়াবিন তেলের দাম কমবে কিনা সেটা বুলেন। বাজারে সব কিছুর দামেই তো আগুন। আমরা গরীব মানুষ যদি খাইতেই না পাই তাহিলে বাজেট দিয়া কী কইরবো? বাজেট বড় লোকের জিনিস। আমরা খাইতে পইরতে প্যারলেই খুশি। কিন্তু যখনই দেখি এই বাজেট জিনিসটা অ্যাসা যায় তখনই সবকিছুর দাম আরও ব্যাড়হা যায়। তাহিলে আমরা বাজেট দিয়া কী কইরবো?’

বাজেট বিষয়ে প্রশ্নের জবাবে ক্ষুদ্র ব্যবসায়ী মাসুম বলেন, ‘বাজেট-টাজেট লিয়া ভাবার সমহয় কই? বোঝার মধ্যে এ্যাডাই বুঝি সারাদিন ব্যবসা কইরলে রাতে চাইল-ডাইল, তেল, মসলা এগুলা বাড়ি না লিয়া গেলে বউ-বাচ্চা না খ্যায়া থাইকবে। লেখাপড়া জানি না। তবে এ্যাডা বুঝি যখনই সবখানে বাজেট-বাজেট শুনি তখনই জিনিসপত্রের দাম আরও ব্যাড়হা যায়। আর আমাদেরও মরণ দশা হয়’।

শাহীন বলেন-  ‘যেই দলই আসে বুলে, চালের দাম কইমবে। কিন্তু পরে দেখি দাম কেবল ব্যাড়ছেই। বাজারে এখন মোটা চাইলও ৫০ টাকা কেজির ওপরহে! তাহিলে আমরা বাঁচবো কী কইর‌্যা? সারা বছর কেবল ভাবি কিভাবে দুইডা টাকা বেশি কামাহাই কইরতে পাইরবো। কিন্তু সবকিছুর দাম বাইড়লেও ইনকাম তো আর বাড়হে না!’ 

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, জুন ১০, ২০২২
এসএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।