ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

খাদ্য অধিদপ্তরের দুটি পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। পদ দুটি হলো আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (আরএমই-সহকারী প্রকৌশলী) ও আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা (আরএমও-উপসহকারী প্রকৌশলী)।

সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অনুসারে, নবম গ্রেডের আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা ২৩ জানুয়ারি এবং দশম গ্রেডের আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা পদের পরীক্ষা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দুই পদের লিখিত পরীক্ষার হল, আসনবিন্যাস ও পরীক্ষা–সংক্রান্ত অন্যান্য তথ্য যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।