ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

লোক নিচ্ছে অ্যাকশনএইড বাংলাদেশ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
লোক নিচ্ছে অ্যাকশনএইড বাংলাদেশ

ঢাকা: অ্যাকশনএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ইউএনএফপিএ ফান্ডেড প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কেস ওয়ার্কার। পদের সংখ্যা: ১টি। আবেদন যোগ্যতা: সামাজিক বিজ্ঞান বা পদ সংশ্লিষ্ট/সম্পর্কিত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। প্রান্তিক জনগোষ্ঠী, সমাজসেবা/উন্নয়নের অভিজ্ঞতা  অথবা অ্যাডভোকেসি প্রোগ্রামের সঙ্গে কাজের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

জিবিভি/ সুরক্ষা প্রদানে অভিজ্ঞতা। বেসরকারি সংস্থা বা স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।  প্রশিক্ষণ পরিচালনার ক্ষমতা ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে।

পদটিতে শুধুমাত্র নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নিয়োগের পর কক্সবাজারের উখিয়ায় কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।