ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: রেজিস্ট্রার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি/স্বায়ত্তশাসিত/স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপ-রেজিস্ট্রার বা সমমান বা তদূর্ধ্ব পদে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয় বিধিমালা ও ডিপিপি প্রস্তুতের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব)। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি/স্বায়ত্তশাসিত/স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপপরিচালক (অর্থ ও হিসাব) বা তদূর্ধ্ব পদে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)। পদের সংখ্যা: ১। আদেন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি/স্বায়ত্তশাসিত/স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপপরিচালক বা তদূর্ধ্ব পদে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

পদের নাম: উপপরিচালক (অর্থ ও হিসাব)। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি/স্বায়ত্তশাসিত/স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) বা তদূর্ধ্ব পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

পদের নাম: উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)। পদের সংখ্যা: ১। আদেন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি/স্বায়ত্তশাসিত/স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান/আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বা তদূর্ধ্ব পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

পদের নাম: ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সমমানের বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডাটাবেজ প্রোগ্রামার বা তদূর্ধ্ব পদে ন্যূনতম মোট ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

পদের নাম: নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সমমানের বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা তদূর্ধ্ব পদে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

পদের নাম: প্রোগ্রামার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সমমানের বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রোগ্রামার বা তদূর্ধ্ব পদে ন্যূনতম মোট পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: ওয়েব মাস্টার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সমমানের বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রোগ্রামার/সহকারী ওয়েব মাস্টার বা তদূর্ধ্ব পদে ন্যূনতম মোট পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: সহকারী রেজিস্ট্রার। পদরে সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়/ কলেজ পর্যায়ে ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পদে ন্যূনপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা।

পদের নাম: প্রভাষক (স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস)। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় জিপিএ/সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ/সিজিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.৪০ থাকতে হবে। বেতন স্কেল: ২২,০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: প্রভাষক (ব্যবহারিক ইংরেজি ভাষা শিক্ষা)। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: ইংরেজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় জিপিএ/সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ/সিজিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.৪০ থাকতে হবে। বেতন স্কেল: ২২,০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: সেকশন অফিসার। পদের সংখ্যা: ৩। আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল: ২২,০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী কম্পিউটার প্রোগ্রামার। পদের সংখ্যা: ৩। আবেদন যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সমমানের বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল: ২২,০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী স্টোর কিপার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী-কাম কম্পিউটার টাইপিস্ট। পদের সংখ্যা: ২। আবেদন যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ড্রাইভার। পদের সংখ্যা: ৪। আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। হালকা/ভারী গাড়ি চালনার লাইসেন্স থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক। পদের সংখ্যা: ২। আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে  https://jobs.bdu.ac.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।  

আবেদন ফি: ১ থেকে ১৪ নম্বর পদ পর্যন্ত ৬০০ টাকা, ১৫ থেকে ১৭ নম্বর পদ পর্যন্ত ২০০ টাকা এবং ১৮ নম্বর পদের জন্য ১০০ টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ : ৩ মে ২০২৩।

বাংলাদেশ সময়:০৭১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।