ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্যারিয়ার

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি, বছরে বেতন ২৭ লাখের বেশি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, জুন ৯, ২০২৩
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি, বছরে বেতন ২৭ লাখের বেশি

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় এসইও রেজাল্টস অ্যান্ড এভিডেন্স ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
•    পদের নাম: এসইও রেজাল্টস অ্যান্ড এভিডেন্স ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: সামাজিক গবেষণা, কোয়ানটিটেটিভ ও কোয়ালিটেটিভ মেথড এবং ডেটা ইন্টারপ্রেটেশন ও প্রেজেন্টেশন আছে, এমন বিষয়ে অন্তত একটি ডিগ্রি থাকতে হবে। সোশ্যাল রিসার্চ মেথডোলজি নিয়ে কাজ করে, এমন কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অন্তত পাঁচ থেকে ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডেটা ম্যানেজমেন্ট ও ইভ্যালুয়েশনে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৬ ঘণ্টা
বেতন: বছরে মূল বেতন ২৭ লাখ ৭ হাজার ৫৭৭ টাকা
সুযোগ-সুবিধা: সপ্তাহে দুই দিন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ব্রিটিশ হাইকমিশনের ওয়েবসাইটের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, জুন ৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।