দেশের ছয়টি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২৪ (শীতকালীন) প্রি-সি নাবিক (রেটিং) কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন চাওয়া হয়েছে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে।
যেসব প্রতিষ্ঠানে ভর্তি করা হবে
১. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম।
আসনসংখ্যা: ডেক-৫০, ইঞ্জিন - ৫০, স্টুয়ার্ড ২৫, কুক-২৫, ফিটার-কাম-ওয়েল্ডার-৩০, ইলেকট্রিশিয়ান ২০। মোট ২০০ জন।
২. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর।
আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন -২৫, স্টুয়ার্ড -১০, কুক-১০, ফিটার-কাম-ওয়েল্ডার-১৫, ইলেকট্রিশিয়ান-১০। মোট ১০০ জন।
৩. মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম। আসনসংখ্যা: ডেক-৪০, ইঞ্জিন -২৪, স্টুয়ার্ড ০৬। মোট ৭০ জন।
৪. ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা। আসনসংখ্যা: ডেক-৪০, ইঞ্জিন -৩৫, স্টুয়ার্ড -১০, কুক-০৫, ফিটার-কাম-ওয়েল্ডার-১০। মোট ৭০ জন।
৫. ওশেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম। আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন -১০, স্টুয়ার্ড -১০, কুক-১০, ফিটার-কাম-ওয়েল্ডার-১০। মোট ৭০ জন।
৬. ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন-১৮, কুক-১২। মোট ৬০ জন।
আবেদনের বয়স
১ সেপ্টেম্বর তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৬ থেকে ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২০ থেকে ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে ২৫ থেকে ৪৫ বছর। প্রার্থীর এসএসসি/সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচনা করা হবে। বয়স–সম্পর্কিত অন্য কোনো সনদ কিংবা হলফনামা গ্রহণ করা হবে না।
শিক্ষাগত যোগ্যতা
ডেক ও ইঞ্জিন নাবিক (গ্রুপ-১): ন্যূনতম এসএসসি, জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের।
স্টুয়ার্ড ও কুক নাবিক (গ্রুপ-২): ন্যূনতম এসএসসি, জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের।
ইলেকট্রিশিয়ান নাবিক (গ্রুপ-৩) সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ দুই বছরের ট্রেড কোর্স অথবা ওই শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর ইলিকট্রিক্যাল ওয়ার্কশপে ছয় মাসের প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ফিটার-কাম-ওয়েল্ডার নাবিক (গ্রুপ-৪): সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেরিন/মেকানিক্যাল/পাওয়ার/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/শিপ বিল্ডিংয়ে ডিপ্লোমা পাস অথবা ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ দুই বছর মেয়াদি ট্রেড কোর্স পাস অথবা ন্যূনতম এসএসসি/সমমানসহ বিটাক বা সমমানের প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং অথবা মেশিন শপে ৩ মাসের প্রশিক্ষণ।
উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি
ওজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিএমআই চার্ট অনুসারে ন্যূনতম ১৭ ও সর্বোচ্চ ২৭ । যেমন ৫ ফুট ২ ইঞ্চির ক্ষেত্রে ৪২-৬৭ কেজি।
দৃষ্টিশক্তি: ডেক রেটিংদের জন্য দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংসের জন্য দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সব নাবিককে বর্ণান্ধতামুক্ত হতে হবে।
যেভাবে আবেদন: নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন করতে কোনো সমস্যা হলে এর মাধ্যমেও আবেদন করা যাবে। প্রয়োজনে যোগাযোগ: ০১৮১০০০১১৯০, ০১৮১৫৩৩০৫৯৭।
আবেদন ফি: ৩৬০ টাকা
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৪।
বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এসএএইচ