ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

ব্র্যাক ১১শ' কর্মসূচি সংগঠক নিয়োগ দেবে

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
ব্র্যাক ১১শ' কর্মসূচি সংগঠক নিয়োগ দেবে

মাইক্রোফিন্যান্স কর্মসূচীতে কাজ করতে আগ্রহীদের জন্য বিশাল চাকরির সুযোগ দিচ্ছে বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সারাদেশের মাঠ পর্যায়ের কার্যালয়ের জন্য কর্মসূচি সংগঠক পদে ১ হাজার ১০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। তবে সিলেট  ও চট্টগ্রাম বিভাগে কাজ করতে আগ্রহীরা উচ্চমাধ্যমিক বা সমমান পাস হলেও আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ/জিপিএ ২.০০ থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

আগ্রহী প্রার্থীরা পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র ও খামের উপর পদের নাম এবং AD# ০৯/১৬ উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা  "ব্র্যাক-মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২"।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২১ অক্টোবর ২০১৬।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন:

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।