ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বাংলাদেশ রেলওয়ে'তে ৮৫১ জন নিয়োগের বিজ্ঞপ্তি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
বাংলাদেশ রেলওয়ে'তে ৮৫১ জন নিয়োগের বিজ্ঞপ্তি

গেইট কিপার পদে ৮৫১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। "বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুর্নবাসন ও মান উন্নয়ন" শীর্ষক প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে।

আবেদনের যোগ্যতা:
আবেদনকারীকে কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৯ নভেম্বর ২০১৬ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। বাংলাদেশের সব জেলার প্রার্থীরাই এ পদে আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। রেলওয়ের ওয়েবসাইটে আবেদন ফরম পাওয়া যাবে। পূরণকৃত আবেদন ফরম অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঠাতে হবে- "চীফ পার্সোনেল অফিসার/ পশ্চিম, বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী" ঠিকানায়।

বেতন: রাজশাহী ও খুলনা মেট্রোপলিটন এলাকায় সর্বসাকুল্যে মাসিক বেতন ১৪,৯৫০/ টাকা এবং অন্যান্য স্থানের জন্য মাসিক ১৪,৪৫০/ টাকা।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ৯ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

১৬ অক্টোবরের দৈনিক আমাদের সময়ে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন-

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।