ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বাংলাদেশ সেনাবাহিনীতে ফার্মাসিস্ট নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
বাংলাদেশ সেনাবাহিনীতে ফার্মাসিস্ট নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনী ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে কুয়েতে ডেপুটেশনে (ওকেপি-৫) নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টের সাথে কাজ করার জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৭ জন ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হবে।

আবেদনের জন্য ফার্মেসিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি এবং ফার্মাসিস্ট হিসেবে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে আরবি ভাষা কোর্স সম্পন্ন অথবা কোর্সে অধ্যয়নরত হতে হবে।

নিয়োগপ্রাপ্তরা মাসিক মূল বেতন ৬২৫ কেডি (১ কেডি= ২৫৮ টাকা প্রায়), আমিরি অনুদান ৫০ কেডি, রিওয়ার্ড ভাতা, বাড়িভাড়া ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাংক ড্রাফট/পে অর্ডারসহ আবেদনপত্র পাঠাতে হবে সেনাসদর এজি শাখা (পিএ পরিদপ্তর) ঢাকা সেনানিবাস ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ৬ নভেম্বর ২০১৬।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন-

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।