ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষা শুরু ১৯ ডিসেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষা শুরু ১৯ ডিসেম্বর

সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম ধাপে আগামী ১৯ থেকে ২১ ডিসেম্বর বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ৩ দিন সারাদেশে প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা নেয়া হবে।

সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম ধাপে আগামী ১৯ থেকে ২১ ডিসেম্বর বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ৩ দিন সারাদেশে প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা নেয়া হবে।

আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রথম ধাপের পরীক্ষার বিস্তারিত দেখে নিন একনজরে-

কবে কোথায় পরীক্ষা
ঢাকা রেঞ্জ/ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপিবিএন পুলিশ লাইনস, উত্তরা, ঢাকা কেন্দ্রে।
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর জেলার প্রার্থীদের পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর,
কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, গোপালগঞ্জ জেলার প্রার্থীদের পরীক্ষা ২০ ডিসেম্বর এবং
টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর জেলার প্রার্থীদের পরীক্ষা হবে ২১ ডিসেম্বর।

ময়মনসিংহ রেঞ্জ/ বিভাগের পরীক্ষার স্থান- ময়মনসিংহ জেলা পুলিশ লাইনস, ময়মনসিংহ।
ময়মনসিংহ, শেরপুর জেলার প্রার্থীদের ১৯ ডিসেম্বর এবং
জামালপুর, নেত্রকোণা জেলার প্রার্থীদের পরীক্ষা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম রেঞ্জ/ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিএমপি পুলিশ লাইনসে।
চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী জেলার প্রার্থীদের পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর,
নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা জেলার প্রার্থীদের পরীক্ষা ২০ ডিসেম্বর এবং
রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বি-বাড়িয়া জেলার প্রার্থীদের পরীক্ষা হবে ২১ ডিসেম্বর।

রাজশাহী রেঞ্জ/ বিভাগের পরীক্ষার স্থান- রাজশাহী জেলা পুলিশ লাইনস, রাজশাহী।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলার প্রার্থীদের ১৯ ডিসেম্বর,
বগুড়া, নওগাঁ, নাটোর জেলার প্রার্থীদের পরীক্ষা ২০ ডিসেম্বর এবং
পাবনা, সিরাজগঞ্জ জেলার প্রার্থীদের পরীক্ষা ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

রংপুর রেঞ্জ/ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে রংপুর জেলা পুলিশ লাইনসে।
রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় জেলার প্রার্থীদের পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর,
লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও জেলার প্রার্থীদের পরীক্ষা ২০ ডিসেম্বর এবং
গাইবান্ধা, দিনাজপুর জেলার প্রার্থীদের পরীক্ষা হবে ২১ ডিসেম্বর।

খুলনা    রেঞ্জ/ বিভাগের পরীক্ষার স্থান-আরআরএফ পুলিশ লাইনস, খুলনা।
খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার প্রার্থীদের পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর,
সাতক্ষীরা, যশোর, নড়াইল জেলার প্রার্থীদের পরীক্ষা ২০ ডিসেম্বর এবং
কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা জেলার প্রার্থীদের পরীক্ষা হবে ২১ ডিসেম্বর।

বরিশাল রেঞ্জ/ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে বরিশাল জেলা পুলিশ লাইনসে।
বরিশাল, বরগুনা, পিরোজপুর জেলার প্রার্থীদের ১৯ ডিসেম্বর এবং
পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা জেলার প্রার্থীদের পরীক্ষা হবে ২০ ডিসেম্বর।

সিলেট রেঞ্জ/ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে সিলেট জেলা পুলিশ লাইনসে।
সিলেট, মৌলভীবাজার জেলার প্রার্থীদের ১৯ ডিসেম্বর এবং
হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলার প্রার্থীদের পরীক্ষা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

যেসব কাগজ সাথে নিতে হবে:
শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষার দিন নিম্নোক্ত কাগজপত্র সাথে নিতে হবে-
* শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/ সাময়িক সনদপত্রের মূল কপি।
* সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপি।
* জেলার স্থায়ী বাসিন্দা/ জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ সিটি করপোরেশন বা পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূলকপি।
* প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূলকপি, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকলে পিতা/ মাতার পরিচয়পত্রের মূলকপি।
* গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
* কোটায় আবেদনকারীদের কোটা প্রমাণের জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্র/ সনদপত্র।
* সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।
* এমএস অফিস, ইন্টারনেট ও ট্রাবলসুটিং এর উপর কমপক্ষে তিন সপ্তাহের কম্পিউটার প্রশিক্ষণ সনদ।

ব্যায়ামের পোশাক:
পরীক্ষার দিন প্রয়োজনীয় কাগজপত্রসহ যাচাই বাছাই শেষে প্রার্থীদের দৌড়, জাম্পিং, রোপ ক্লাইমিং পরীক্ষা নেয়া হবে। শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীরা ব্যায়ামের উপযোগী ঢিলেঢালা পোশাক সঙ্গে নিতে পারেন।

আবেদন ফরম সংগ্রহ ও জমা:
শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষার উত্তীর্ণ হলে ঐদিনই সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজির কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৪ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ রেঞ্জের ডিআইজি কার্যালয়ে জমা দিতে হবে।

সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।