পদ ও যোগ্যতা:
অ্যাকাউন্টস অফিসার পদে ৩জন, অটো ইলেকট্রিশিয়ান ১জন, জুনিয়র টেকনিশিয়ান (কম্প্রেসর) ১জন, জুনিয়র টেকনিশিয়ান (ওয়েল্ডিং) ২জন, হিট ট্রিটমেন্ট/ প্রিভেনটিভ মেইন্টেন্যান্স মেকানিক ১জন, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান ২জন, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান (রি উইন্ডার) ১জন, পাম্প মেকানিক ৩জন, ক্রেন অপারেটর ১জন, ডিজেল ইঞ্জিন মেকানিক ১জন, জুনিয়র কম্পিউটার টাইপিস্ট ৩জন, মেকানিক্যাল পাইপ ফিটার ২জন, এয়ার কন্ডিশন মেকানিক ১জন, জুনিয়র টেকনিশিয়ান ২জন, মেকানিক্যাল ফিটার (এক্সেঞ্জার/ এরোকন্ডেনসার) ৩জন, ফায়ার ফাইটার ৩জন এবং জুনিয়র ল্যাবরেটরি হেল্পার পদে ৩জন নিয়োগ পাবেন।
অ্যাকাউন্টস অফিসার পদে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারী এবং ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম:
যোগ্য প্রার্থীরা অনলাইনে erlb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...