ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

নৌবাহিনীতে প্রকৌশলী নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুন ৮, ২০১৭
নৌবাহিনীতে প্রকৌশলী নিয়োগ

বাংলাদেশ নেভাল একাডেমিতে প্রকৌশলী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে বাংলাদেশ নৌবাহিনী।

যেসব পদে নিয়োগ:
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নেটওয়ার্ক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাবে ১ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রইং ল্যাবে ১ জন, থার্মাল ইঞ্জিনিয়ারিং ল্যাবে ১ জন, শিপ ডিজাইন স্টুডিওতে ১ জন, ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড সিম্যুলেশন ল্যাবে ১ জন এবং ডেমনস্ট্রেটর পদে কেমিস্ট্রি ল্যাবে ১ জনকে নিয়োগ দেয়া হবে।

বেতন:
পদগুলোতে নিয়োগপ্রাপ্তদের মাসিক ২৫ হাজার টাকা বেতন দেয়া হবে।

আবেদন ও নিয়োগ প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ৪ কপি ছবি এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত আগামী ৯ জুনের মধ্যে 'কমান্ড্যান্ট, বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রাম' ঠিকানায় পাঠাতে হবে। অথবা ইমেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে mistbna@navy.mil.bd ঠিকানায়। আগামী ১১ জুন সকাল ৯ টায় আবেদনকারীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে উপস্থিত থাকতে হবে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।