এর মধ্যে সোনালী ব্যাংক লিমিটেডে ৩৬৩ জন, জনতা ব্যাংক লিমিটেডে ১৯০ জন, রূপালী ব্যাংক লিমিটেডে ৬৯৯ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১৮ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৭২২ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪৫৫ জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ১৬ জন নিয়োগ পাবেন। তবে পদসংখ্যা কম বা বেশি হতে পারে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/ স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। প্রার্থীদের এসএসসি বা সমমান এবং এর পরবর্তী পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে একটিতে প্রথম বিভাগ/ শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোন তৃতীয় বিভাগ থাকলে আবেদনের প্রয়োজন নেই। ১ আগস্ট ২০১৭ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
যোগ্য প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ইরিক্রুটমেন্ট ওয়েবসাইটের (https://erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...