ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডে নিয়োগ

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের তিন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদ: সহকারী পরিচালক/এ্যাক্রেডিটেশন অফিসার
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: রসায়ন, ফলিত রসায়ন,  প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, এগ্রি কেমিস্ট্রি, ফার্মেসি, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বা গণিত বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, কেমিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। প্রার্থীর কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকাসহ আইএসও ৯০০০, আইএসও ১৪০০০, আইএসও ২২০০০, আইএসও/আইইসি ১৭০২৫ আইএসও/আইইসি গাইড ৬৫ এবং এ্যাক্রেডিটেশন সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে।


বেতনস্কেল: ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা

পদ: হিসাবরক্ষক
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: বাণিজ্য, ব্যবসায় প্রশাসন, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা পরিসংখ্যান, অর্থনীতি বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। ডাটা এন্ট্রি, নথিপত্র সংরক্ষণসহ হিসাবরক্ষণ কাজে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনস্কেল: ১১,০০০/- ২৬,৫৯০/ টাকা

পদ: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটার পরিচালনায় জ্ঞান থাকতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতনস্কেল: ৯,৩০০/- ২২,৪৯০/ টাকা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bab.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৮ জানুয়ারি সকাল ১০টা থেকে ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি:


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।