ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রভাষক নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রভাষক নিয়োগ

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বাংলা ও ইংরেজি ভার্সনে প্রভাষক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করেছে।

 

১) পদের নাম: প্রভাষক (বাংলা মাধ্যম)
পদ সংখ্যা: ২টি (রসায়ন)
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। প্রভাষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


বেতন-ভাতাদি: প্রভাষক পদে সরকারি বিধি মােতাবেক ২২,০০০/ টাকা বেতন এবং প্রতিষ্ঠানে প্রচলিত বিধি অনুযায়ী শ্রেণি-শিক্ষক ভাতা, পি.এফ, কল্যাণ-সুবিধা, গ্রাচুইটি, অবসর ভাতাসহ অন্যান্য সুবিধাদি।

২) পদের নাম: প্রভাষক (ইংলিশ ভার্সন)
পদ সংখ্যা: ৮টি। (গণিত -২টি, রসায়ন -২টি, পদার্থবিজ্ঞান -২টি, প্রাণিবিদ্যা -১টি, উদ্ভিদবিদ্যা -১টি)
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ইংরেজি মাধ্যমে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। প্রভাষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতাদি: প্রভাষক পদে সরকারি বিধি মােতাবেক ২২,০০০ টাকা বেতন এবং প্রতিষ্ঠানে প্রচলিত বিধি অনুযায়ী শ্রেণি-শিক্ষক ভাতা, পি.এফ, কল্যাণ-সুবিধা, গ্রাচুইটি, অবসর ভাতাসহ অন্যান্য সুবিধাদি।

আবেদন ও পরীক্ষা: ১৯ জুলাই সকাল ৮টা থেকে ১০টার মধ্যে সরাসরি ‘কলেজ ক্যাম্পাস, রূপনগর আ/এ মিরপুর, ঢাকা’ ঠিকানায় জমা দিতে হবে। একই দিনে সকাল ১১টায় লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের বিকাল সাড়ে ৩টা থেকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তি:

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।