ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ৩২৯ জনের চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ৩২৯ জনের চাকরির সুযোগ

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব/অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে ৪ পদে ৩২৯ কর্মী নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
•    ১. পদের নাম: ক্লার্ক কাম টাইপিস্ট
পদসংখ্যা: ৭৪
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস। ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: নরসিংদী, কিশোরগঞ্জ, জামালপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পাবনা, গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, দিনাজপুর, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা ও ঝালকাঠি। তবে সব জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
•    ২. পদের নাম: মেকানিক
পদসংখ্যা: ১৫৮
যোগ্যতা: এসএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: নরসিংদী, জামালপুর, শেরপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি। তবে সব জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
•    ৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩৬
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: নরসিংদী, জামালপুর, শেরপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি। তবে সব জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
•    ৪. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ৬১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: নরসিংদী, জামালপুর, শেরপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি। তবে সব জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা
১ মার্চ ২০২২ তারিখ প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, ফি জমা দেওয়ার প্রক্রিয়া ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে।  
•    আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১১২ টাকা ও ২ থেকে ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
•    আবেদনের সময়সীমা: ২৮ মার্চ ২০২২ থেকে ২৭ এপ্রিল ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০৭১৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।