ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চাকরি ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ‘দেশি ও বিদেশি উৎস হতে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে একাধিক পদে প্রকল্প মেয়াদে (জুন ২০২৪ পর্যন্ত) জনবল নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ/মেইনটেন্যান্স)
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পাস হতে হবে।
বেতন: ২৭,১০০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: সহকারী ক্যামেরাম্যান
পদসংখ্যা: ২
যোগ্যতা: অভিজ্ঞতাসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন: ২৭,১০০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: ভিডিও এডিটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: অভিজ্ঞতাসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন: ২৭,১০০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস।
বেতন: ১৯,৩০০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: সহকারী হিসাব রক্ষক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন: ১৭,৭০৫ টাকা (গ্রেড-১৫)

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাস।
বেতন: ১৭,০৪৫ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা-
প্রার্থীর বয়স ২০২২ সালের ১৯ মে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে-
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোডের পর পূরণ করে ডাকযোগে/কুরিয়ারে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ও ঠিকানাসংবলিত ১০ টাকা মূল্যের অব্যহৃত ডাকটিকিট যুক্ত করে ৪.৫ ইঞ্চি বাই ৯.৫ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে পাওয়া যাবে।

আবেদন ফি-
পরীক্ষার ফি বাবদ সব পদের জন্য ১০০ টাকা কোড নম্বর-১-৩৩৭৩-০০০০-২০৩১–তে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে মূলকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
প্রকল্প পরিচালক, ‘দেশি ও বিদেশি উৎস হতে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্প, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, এফ-৫, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ তারিখ: ১৯ মে ২০২২

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।