ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে চাকরির সুযোগ, বেতন ২২৫০০০

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, মে ১৭, ২০২২
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে চাকরির সুযোগ, বেতন ২২৫০০০

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সংস্থাটি ‘রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ডেপুটি প্রজেক্ট কো–অর্ডিনেটর (ফাইন্যান্সিয়াল সার্ভিসেস)। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, স্ট্যাটিসটিক, অ্যাপ্লাইড স্ট্যাটিসটিক, অ্যাগ্রিকালচার, অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস ও অর্থনীতিতে চার বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।  

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো সংস্থায় অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।  

এর মধ্যে ১০ বছর ম্যানেজিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।  

মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট/ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ম্যানেজমেন্ট/ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা : মাসে ২ লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করু এখানে।

আবেদনের শেষ তারিখ: ২৯ মে ২০২২।

বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, মে ১৭, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।