ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

১৬ প্রভাষক নেবে খুলনা বিশ্ববিদ্যালয়

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, মে ২৭, ২০২২
১৬ প্রভাষক নেবে খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ডিসিপ্লিনে প্রভাষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৬টি ডিসিপ্লিনে ১৬ প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
•    পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ১৬
ডিসিপ্লিনে পদের সংখ্যা: নগর ও পরিকল্পনা (২), ফিশারিজ ও মেরিন রিসোর্স টেকনোলজি (১), অর্থনীতি (৩), পরিসংখ্যান (৩), প্রিন্ট মেকিং (৪) ও সমাজবিজ্ঞান (৩)।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে পূরণ করা আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ সেট আবেদনপত্র রেজিস্ট্রারের দপ্তরে ডাকযোগে/সরাসরি পাঠাতে হবে। আবেদন ফি বাবদ অনলাইনে আবেদনের সময় ৭৫০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। আবেদন, ফি জমা দেওয়ার প্রক্রিয়া, যোগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রফেসর খান গোলাম কুদ্দুস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।
আবেদনের শেষ সময়: ১২ জুন ২০২২।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, মে ২৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।