ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্যারিয়ার

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে চাকরির সুযোগ, বেতন ৮৮০০০

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জুন ১১, ২০২২
কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে চাকরির সুযোগ, বেতন ৮৮০০০

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশে চলমান প্রজেক্টর জন্য লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার। পদসংখ্যা: ১।  

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়াও কমিউনিটি নিউট্রিশন প্রোগ্রামে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গাদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর কাজ করতে হবে কক্সবাজারের টেকনাফে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৮,৪৭৩ টাকা। এ ছাড়া দুটি উৎসব বোনাস, মাসিক হার্ডশিপ ভাতা ১০,০০০ টাকা, ইনস্যুরেন্স সুবিধা, ওপিডি ভাতা, ও মোবাইল সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের সিভি পাঠাতে হবে recruitment.bgd@concern.net ই-মেইল ঠিকানায়। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৩ জুন ২০২২

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, জুন ১১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।