ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

সরকারিভাবে ক্রোয়েশিয়া যাওয়ার সুযোগ, বেতন ৭০০ ডলার

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২২
সরকারিভাবে ক্রোয়েশিয়া যাওয়ার সুযোগ, বেতন ৭০০ ডলার

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে বাংলাদেশ থেকে পুরুষ কর্মী নেবে ক্রোয়েশিয়া। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা ১৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

মেশনারি কার্পেন্টার পদে ১০ জন বাংলাদেশি কর্মী নেবে দেশটি। মাসে বেতন ৭০০ মার্কিন ডলার (প্রায় ৭২ হাজার ৯১৭ টাকা)। বেতনের বাইরে থাকা ও খাওয়ার খরচও দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এ ছাড়া চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া দেবে প্রতিষ্ঠান।

আবেদনের জন্য বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যানবাহন চালানোর লাইসেন্স থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা না থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

চাকরি শর্ত
চাকরির চুক্তি এক বছরের এবং প্রতিবছর নবায়নযোগ্য। প্রতিদিন ৮ ঘণ্টা কাজ বা প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ। থাকা–খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও কর্মস্থলে যাতায়াতের পরিবহন ব্যবস্থা করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। চাকরিতে যোগ দেওয়ার জন্য বিমানভাড়া কর্মীকে দিতে হবে এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া প্রতিষ্ঠান দেবে। নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি কর্তৃক চূড়ান্ত নির্বাচিত কর্মীকে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য ভারতের নয়াদিল্লিতে যেতে হবে। কারণ, বাংলাদেশে ক্রোয়েশিয়ার দূতাবাস নেই। ভারতে যাওয়া–আসা, ভিসা ফি ও ভারতে থাকার সব খরচ কর্মীর।

ক্রোয়েশিয়ান ভিসা পাওয়ার পর কর্মীদের জামানত হিসেবে দুই লাখ টাকা পে-অর্ডারের মাধ্যমে বোয়েসেলে জমা দিতে হবে। চাকরির চুক্তির মেয়াদ শেষে এ টাকা কর্মী ফেরত পাবেন। এ ছাড়া কর্মীর অভিভাবককে এক লাখ টাকার মুচলেকা দিতে হবে। অন্যান্য বিষয় ক্রোয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য তথ্য
চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৩০ হাজার টাকা, ভ্যাট ৪ হাজার ৫০০ টাকা, বোয়েসেলের নিবন্ধন ফি ২০০ টাকা, ওয়েজ আর্নার্স কল্যাণ ফি ও ইনস্যুরেন্স ফি ৩ হাজার ৯৯০ টাকা, স্মার্ট কার্ড ফি ২৫০ টাকাসহ মোট ৩৮ হাজার ৯৪০ টাকা বোয়েসেলে জমা দিতে হবে। সোনালী ব্যাংক, মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল ঢাকা’ নামে একটি পে-অর্ডারের মাধ্যমে টাকা জমা দিতে হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীকে ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত (সংযুক্ত ফরম্যাট অনুযায়ী), অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি ও অন্যান্য তথ্য পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার লিংক

আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর ২০২২।

বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।