ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বাগেরহাটে প্লাস্টিক কারখানা বন্ধের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
বাগেরহাটে প্লাস্টিক কারখানা বন্ধের দাবি

বাগেরহাট: বাগেরহাট শহরের দশানী-কাঁঠাল এলাকায় থাকা সালমা প্লাস্টিক কারখানা (পুরোনো প্লাস্টিক রিসাইকেল কারখানা) বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধন করেন।

 

মাববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, দশানী-কাঁঠাল এলাকার বাসিন্দা শেখ জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান, জেবুন্নেছা খানম, শঅহিনা খানম, শিক্ষার্থী জান্নাতুল, আয়শা আক্তার প্রমুখ।

‘পরিবেশ বাঁচান’, অনুমোদনবিহীন কারখানা বন্ধ করুন’, ‘শ্বাসকষ্ট, হৃদরোগ, ক্যান্সার থেকে রক্ষা করুন ইত্যাদি প্লেকার্ড হাতে বক্তারা বলেন, প্লাস্টিক কারখানার বিকট শব্দ ও বিষাক্ত ধোঁয়ার গন্ধে এলাকায় বসবাস করার উপায় নেই। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কারখানাটি বন্ধ করে দেওয়া হলেও গোপনে সেটির মালিক চালু রেখেছেন। অনতিবিলম্বে এই কারখানা সিলগালা করে দেওয়ার দাবি জানাই।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।