ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

১১ কিলোমিটার বেগে উত্তর দিকে যাচ্ছে মোখা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, মে ১১, ২০২৩
১১ কিলোমিটার বেগে উত্তর দিকে যাচ্ছে মোখা ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় মোখা ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে এগোচ্ছে। এরপর এটি বাঁক নিয়ে উত্তর-পূর্বদিকে গতিমুখ পরিবর্তন করতে পারে শুক্রবার (১২ মে)।

উত্তর ভারত সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ সংস্থা আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া বিষয়ক কেন্দ্র (আরএসএমসি) এ তথ্য জানিয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরও এ সংস্থার সদস্য।

ভারতের আবহাওয়া অধিদফতরাধীন নয়াদিল্লি ভিত্তিক এই কেন্দ্রের আবহাওয়া বিজ্ঞানী আরকে জেনামনি জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে মোখা কক্সবাজার থেকে ১১শ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।  

শুক্রবার সকাল পর্যন্ত এটি উত্তর দিকে অগ্রসর হবে। এসময়ের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে মোখা, গতিবেগ তখন সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার পর্যন্ত ওঠে যাবে। এরপর থেকে এটি বাঁক নিতে থাকবে উত্তর-পূর্বদিকে। এদিন দুপুর নাগাদ ঝড়ের গতিবেগ ওঠে যাবে ১৬০ কিলোমিটার পর্যন্ত। শনিবার দুপুর নাগাদ সর্বোচ্চ গতিবেগ ওঠে যাবে ১৭৫ কিলোমিটার পর্যন্ত। এরপর গতিবেগ কমতে থাকবে মোখার কেন্দ্রে। রোববারও একই গতিবেগ থাকবে প্রথম প্রহরে। এরপর ধীরে ধীরে কিছুটা কমে এলেও উপকূলে অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবেই আঘাত হানতে পারে। ১১৮ কিলোমিটার বেশি গতিবেগ হলে তাকে অতি প্রবল ঘূর্ণিঝড় বলা হয়।

উপকূলে আঘাত হানার পর ধীরে ধীরে এটি প্রবল ঘূর্ণিঝড়ে নেমে আসবে। সোমবার শক্তি হারিয়ে পরিণত হবে স্থল নিম্নচাপে।

গতিপথ ঠিক থাকলে কক্সবাজার ও মিয়ানমারে কিয়াকপিউ বন্দরের মাঝ দিয়ে স্থলভাগে ওঠে আসবে মোখা।

মোখার প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ০২ (দুই) নম্বর (পুন:) ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় মোখা নামটি ইয়েমেনের দেওয়া। কফির জন্য বিখ্যাত স্থানীয় একটি বন্দরের নাম মোখা। কালক্রমে সেখানকার কফির নামকরণও করা হয়েছে মোখা। ইংরেজিতে শব্দটি Mocha লেখা হলেও এর উচ্চারণ হচ্ছে Mokha।

বিশ্ব আবহাওয়া সংস্থার ঘূর্ণিঝড় সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ(escap) আরব সাগর ও বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার ঘূর্ণিঝড়গুলোর নাম ঠিক করে। এক্ষেত্রে এসকাপ সদস্যভুক্ত ১৩টি দেশের দেওয়ার নামের তালিকা থেকে পর্যায়ক্রমে এক একটি ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। বর্তমানে যে তালিকা রয়েছে সেখানে ১৬৯টি ঘূর্ণিঝড়ের নাম দেওয়া আছে। এর মধ্যে মোখা নামটি ১৩ নম্বর। অর্থাৎ ওই তালিকা থেকে পরবর্তী ১৫৬ ঝড়ের নাম ঠিক করা হবে।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, মে ১১, ২০২৩
ইইউডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।