ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

প্রথম জাতীয় বার্ডার্স কনফারেন্স মুন্সিগঞ্জে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
প্রথম জাতীয় বার্ডার্স কনফারেন্স মুন্সিগঞ্জে সম্মেলনস্থল সরদারপাড়ার নিসর্গ অঙ্গনের একাংশ

ঢাকা: প্রথম জাতীয় বার্ডার্স কনফারেন্স ২০২৩ শুক্রবার (১৫ জুন) মুন্সিগঞ্জের সরদার পাড়ার নিসর্গ অঙ্গনে অনুষ্ঠিত হবে।

বেলা ১১টায় এই কনফারেন্সের উদ্বোধন করবেন বন বিভাগের সাবেক সিসিএফ ড. ইসতিয়াক আহমেদ।

এতে বক্তব্য দেবেন বন বিভাগের সাবেক ডিসিসিএফ তপন দে, কনজারভেশন বিজ্ঞানী ও সিএআরআইএনএমের প্রেসিডেন্ট ড. এসএম রশিদ, ওয়ার্ল্ড ব্যাংকের পরিবেশ শাখার প্রধান ড. সিতিয়াক সোবহান, ন্যাচার কনজারভেশন কমিটির ভাইস-প্রেসিডেন্ট মাসুদ কাদের মনা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দুলন রায় বাপ্পী।  

অধিবেশনে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আবদুল্লাহ হারুন পাশা।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।