ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মৌসুমি বায়ুর প্রভাব, ৩৩ ঘণ্টায় পঞ্চগড়ে ৪০ মিলি বৃষ্টিপাত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
মৌসুমি বায়ুর প্রভাব, ৩৩ ঘণ্টায় পঞ্চগড়ে ৪০ মিলি বৃষ্টিপাত 

পঞ্চগড়: পঞ্চগড়ে মৌসুমি বায়ুর প্রভাবে গত ৩৩ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।  

বুধবার (২০ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টা পর্যন্ত ৩৩ ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

কখনো ভারি আবার কখনো থেমে থেমে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে শুরু করেছে। এদিকে বৃষ্টিপাতারে কারণে কিছুটা স্থবিরতা দেখা দেয় জেলা জুড়ে।  

আবহাওয়া অফিস বলছে, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জেলার ২২ মিলিমিটার ও সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নয় ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রুকুনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আগামী ২৩ তারিখ পর্যন্ত এভাবেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর কিছুটা হালকা বৃষ্টিপাত হবে।  

এ বৃষ্টিপাতের মধ্যে বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং একই দিন বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।