ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

অতিভারী বর্ষণে উত্তরের বন্যাপ্রবণ নদ-নদীর পানি বাড়ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
অতিভারী বর্ষণে উত্তরের বন্যাপ্রবণ নদ-নদীর পানি বাড়ছে ফাইল ফটো

ঢাকা: কয়েকদিনে অতিভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের বন্যাপ্রবণ নদ-নদীর পানির সমতল বাড়ছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানির সমতল বাড়ছে, যা আগামী মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, যা একই সময় পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এছাড়া উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার, আপার করতোয়া, আপার আত্রাই, কুলিখ, টাঙ্গন ও পুনর্ভবা নদীসমূহের পানির সমতল বাড়ছে, যা আগামী সোমবার (২৫ সেপ্টেম্বর) নাগাদ স্থিতিশীল হয়ে যেতে পারে।

পাউবো জানিয়েছে, বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ১০৯টি স্টেশনের মধ্যে পানির সমতল বেড়েছে ৬২টিতে, কমেছে ৪৫টিতে এবং অপরিবর্তিত আছে দুটি স্টেশনের পানির সমতল।

বর্তমানে বিপৎসীমার ওপরে নেই কোনো নদ-নদীর পানি। আগামী ১০ দিনে ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, গঙ্গার পানি এবং ঢাকার আশপাশের কোনো নদীর পানি বিপৎসীমার ওপরে ওঠার শঙ্কা নেই।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।