ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

লংগদুতে পাহাড় কেটে ইটভাটা, ২ মালিককে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
লংগদুতে পাহাড় কেটে ইটভাটা, ২ মালিককে লাখ টাকা জরিমানা

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড় কেটে, বন উজাড় করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুই ইটভাটার মালিককে নগদ ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে ইটভাটা দুটির চুল্লি।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার আটারকছড়া ইউনিয়নে কেবিএম ব্রিকস ও এডিবি ব্রিকস নামে দুটি ইটভাটায় এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

উপজেলা প্রশাসন জানায়, কোনো অনুমোদন ছাড়াই ইটভাটা তৈরি করে ইট পোড়ানো হতো এ দুটি ভাটায়। ইট পোড়ানোয় ব্যবহার করা হতো বনের কাঠ। এজন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ধারা ১৪ অনুযায়ী ইটভাটার মালিকদের জরিমানা করা হয়। এছাড়া ভাটা দুটির চুল্লি গুঁড়িয়ে দিয়ে সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।