ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শেরপুরে উজানে ক্ষত, দুর্ভোগে লাখো মানুষ

জাহাঙ্গীর আলম তালুকদার, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
শেরপুরে উজানে ক্ষত, দুর্ভোগে লাখো মানুষ বন্যার পানি তোড়ে ধানের চারা হেলে পড়েছে।

শেরপুর: শেরপুর সদরসহ সবক’টি উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বিস্তীর্ণ এলাকাগুলোতে ধীরগতিতে পানি নেমে যাওয়ায় বন্যাকবলিত এলাকায় ভেসে উঠছে ধ্বংসযজ্ঞ।

আকস্মিক বন্যার পানির তোড়ে পাকা সড়ক থেকে কাঁচা রাস্তা-ঘাট, শত শত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে শত শত একর আমন ফসল পানির নিচে তলিয়ে গেছে। নদীর পাড় ভেঙে জমিতে বালুর স্তর পড়ে চাষাবাদ অনুপযোগী হয়ে পড়েছে। বালুর স্তরে মিলে যেন এক ধ্বংসযজ্ঞ। অন্যদিকে জেলার বন্যার ভয়াবহতা কমছে ধীরগতিতে। এখনো জেলার অন্তত ৭-৮টি ইউনিয়ন সম্পূর্ণ এবং ৬-৭টি আংশিক বন্যাকবলিত রয়েছে। চরম দুর্ভোগে রয়েছে বন্যাকবলিত এসব এলাকার মানুষরা।

সূত্র মতে, বন্যায় শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে তিনটি, শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে দুটি, ঝিনাইগাতি উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি, নকলা উপজেলার নয়টি ইউনিয়নের চারটি ও পৌরসভার একাংশ এবং নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১২টি ও পৌরসভার কয়েকটি ওয়ার্ড প্লাবিত হয়। ইতোমধ্যেই শেরপুর সদরসহ সবক’টি উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ক্ষত-বিক্ষত ও বিধ্বস্ত ওইসব ইউনিয়নে বেড়েছে দুর্ভোগ। কাঁদা পানিতে সব একাকার থাকায় এখনো অনেকের চুলা জ্বলছে না। বিধ্বস্ত হওয়া কয়েক’শ ঘরবাড়ির বাসিন্দাদের ঠাঁই হয়েছে রাস্তার ধারে, স্বজনদের বাড়িতে অথবা আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। রাস্তা-ঘাট বিধ্বস্ত হওয়ায় অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। আকস্মিক পানির তোড়ে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে তৈজসপত্র ও ধান-চাল এবং অন্যান্য খাদ্যসামগ্রী ভেসে গেছে। চরম বিপাকে রয়েছেন শত শত গৃহহীন পরিবার।  

অন্যদিকে ভাটি অঞ্চলগুলোতে এখনো রাস্তা-ঘাট বন্যার পানিতে তলিয়ে রয়েছে। সেখানকার ঘরবাড়ি এখনো পানিতে ভাসছে। ঘরবাড়ি ছেড়ে বানভাসিরা আশ্রয় নিয়েছেন অন্যত্র। সরিয়ে নেওয়া হয়েছে গবাদিপশুও।  

ভুক্তভোগীরা জানিয়েছেন, রান্না করা খাবার, শুকনা খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছে তারা। সেনাবাহিনী, র‌্যাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সার্বক্ষণিক খাবারসহ অন্যান্য জরুরি সামগ্রী বিতরণ করলেও সময়মতো সব জায়গায় ত্রাণসামগ্রী পৌঁছাচ্ছে না। ফলে অনাহারে-অর্ধাহারে অনেকে।

শেরপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার জানান, প্রাথমিক তথ্যানুযায়ী শেরপুর জেলায় ঢলের পানিতে তলিয়ে ছয় হাজার পুকুরের মাছ ভেসে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৫ কোটি টাকা।  

শেরপুর খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক ও কৃষিবিদ হুমায়ুন কবির জানান, পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে মোট ৯৩ হাজার ৫শ হেক্টর আমন আবাদের প্রায় ৫০ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে।  

শেরপুরের সড়ক ও  জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিরুল ইসলাম জানান, পাহাড়ি ঢলের পানির তোড়ে গড়ে ১০/১৬ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে।  

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ চলছে।



এছাড়াও ক্ষতিগ্রস্ত নদীর বাঁধ ও মহাসড়ক থেকে গ্রামীণ কাঁচা-পাকা সড়ক ও ব্রিজ-কালভার্টের হিসাব করা এখনো সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত জেলার নালিতাবাড়ীতে বন্যার পানিতে ডুবে নারীসহ ছয়জন, নকলায় শিশুসহ চারজন এবং ঝিনাইগাতি উপজেলায় এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ মিলে মোট ১১ জনের মৃত্যুর হয়েছে। রোববার দুপুর থেকে বৃষ্টি বন্ধ হলেও মঙ্গলবার ভোর থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টি। ফলে দুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।  

শেরপুর জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহবুবুর রহমান বলেন, বন্যার পানি দ্রুত কমেছে। দুর্ভোগে রয়েছে বন্যাকবলিত এলাকার মানুষ। জেলা প্রশাসন, সেনাবাহিনীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পুলিশ বাহিনী, র‌্যাব, বিজিবির পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। তিনি আশাবাদী দ্রুতই পানি নেমে যাবে।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।