ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নলডাঙ্গায় পাখি শিকারীর জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
নলডাঙ্গায় পাখি শিকারীর জেল-জরিমানা

নাটোর: নাটোরের নলডাঙ্গায় অতিথি পাখি বিক্রির সময় সাজ্জাক হোসেন(২৮) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(২০ অক্টোবর) সকাল ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার বিলহালতির মাধনগর বাজার থেকে তাকে আটক করা হয়।

সাজ্জাক ভট্টপাড়া গ্রামের শাহিন মণ্ডলের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল সকালে নলডাঙ্গার বিলহালতির মাধনগর বাজারে অভিযান চালায়। এসময় সাজ্জাকের কাছ থেকে ১৪টি জবাই করা ও ৫টি জীবিত অতিথি পাখি উদ্ধার করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহান অতিথি পাখি শিকার ও বিক্রির দায়ে সাজ্জাকের ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। পরে উদ্ধারকৃত জীবিত পাখি অবমুক্ত করা হয়। বিকেল ৩টার দিকে সাজাপ্রাপ্ত সাজ্জাককে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।