ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পঞ্চগড়ে ১১টি শকুন উদ্ধার

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, স্পেশালিস্ট এনভায়রনমেন্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
পঞ্চগড়ে ১১টি শকুন উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল: পঞ্চগড় থেকে ১১টি শকুন (Griffon Vulture)  উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উদ্ধার হওয়া এ শকুনগুলো পঞ্চগড় বনবিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।


 
জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের মীরগড় এলাকায় ৪০/৫০টি শকুনের একটি দল দেখা যায় । তারা একে একে যেখানে-সেখানে নেমে আসার ফলে মানুষের হাতে ধরা পরতে থাকে।
 
পাখি আলোকচিত্রী ও পর্যবেক্ষক ফিরোজ আল সাবা বাংলানিউজকে জানান, রোববার রাতে খবর পাওয়া যায় যে, পঞ্চগড়ে একটি শকুন ধরা পড়েছে। জনতার হাতে বন্দি শকুনটার অবস্থা খুব খারাপ ছিল।
 
সকালে পঞ্চগড় গিয়ে হাজির হওয়া মাত্রই আরো কিছু শকুন ধরা পড়ার খবর পাওয়া যায়। তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একে একে ১১টি শকুন উদ্ধার করা হয়।
 
ফিরোজ আল সাবা আরো বলেন, শকুনগুলো ওই এলাকায় খাবার না পেয়ে অসুস্থ হয়ে নিচে নামছে। তারা আমাদের অতিথি এবং পরিবেশের বন্ধু। আমাদের নৈতিক দায়িত্ব তাদের রক্ষা করে তাদের আশ্রয় দেওয়া। অথচ বেশিরভাগ মানুষেরই প্রবণতা তাদের মেরে ফেলা বা ভয় দেখানো।
 
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।