ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

জামালপুর সীমান্তে বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
জামালপুর সীমান্তে বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতির মৃত্যু ছবি : সংগৃহীত

জামালপুর: জামালপুর সীমান্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় হাতিটি মারা যায়।



স্থানীয়রা জানায়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর গ্রামের লোকজন হাই ভোল্টেজের একটি জেনারেটর ক্রয় করেন। যেটা বিদ্যুতের বিকল্প হিসেবে চলে ওই গ্রামে। রাতে হাতির পাল সেখানে এলে একটি হাতি জেনারেটরের তারে জড়িয়ে মারা যায়।

জামালপুর বিজিবি কমান্ডার লে. কর্নেল তারিক কবির বাংলানিউজকে জানান, হাতির মৃত্যুর খবর পেয়েছি। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।